Study and scholarship help center

Cadet College

ক্যাডেট কলেজে ভর্তির প্রক্রিয়া(Admission Procedure in Cadet College)

বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজের মধ্যে ৯টি ছেলেদের এবং ৩টি মেয়েদের ক্যাডেট কলেজ। প্রতিবছর প্রায় ৬০০ ক্যাডেট নেয়া হয় ক্যাডেট কলেজে যার মধ্যে ৪৫০ জন ছেলে এবং ১৫০ জন মেয়ে ক্যাডেট। যে সকল বাবা-মা তাদের ছেলেমেয়ে ক্যাডেট কলেজে ভর্তি করাতে চান মূলত তাদের কথা চিন্তা করে আজকের পোস্ট।


আর কথা না বাড়িয়ে ক্যাডেট কলেজে ভর্তি নিয়ম গুলো তুলে ধরছি।
  1. বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে শুধুমাত্র সপ্তম শ্রেণীতে ভর্তি নেয়া হয়।
  2. ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রতিবছর নভেম্বর বা অক্টোবর মাসে একটি সার্কুলার দেয়া হয় অনলাইনে এডমিশন ফর্ম পূরণ করার জন্য।
  3.  ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীতে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চার বিষয়ে মোট ৩০০ নম্বরের পরীক্ষার নম্বর বন্টন পোস্টের নিচের দিকে টেবিলে দেয়া হলো।
  4. ঢাকা ও ক্যাডেট কলেজ সহ প্রায় ১৮টি কেন্দ্রে সারাদেশে একযোগে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা সাধারত জানুয়ারি মাসের প্রথম শুক্রবার হয়ে থাকে। তবে গত দুই বছর করোনার কারণে ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়েছিল।
  5. লিখিত পরীক্ষার রেজাল্ট সাধারণত মার্চ মাসের মধ্যে দেয়া হয়।
  6. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরীক্ষার্থীকে ভাইবা ও মেডিকেল টেস্টে অংশগ্রহণ করতে হয়।
  7. মেডিকেল ও ভাইবা পরীক্ষা ঢাকার আর্মি হেডকোয়ার্টারে হয়ে থাকে।
  8. ভাইবা ও মেডিকেল টেস্ট টিকে গেলে ক্যাডেট চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
  9. ভর্তি ফর্ম ফিলাপের সময় পছন্দ অনুযায়ী ক্যাডেট কলেজ বাছাই করার অপশন থাকে। সাধারণত পছন্দ অনুযায়ী ক্যাডেট কলেজে এডমিশন দেয়া হয়ে থাকে।
 

ছেলেদের ক্যাডেট কলেজ সমূহ

  1. ফৌজদারহাট ক্যাডেট কলেজ
  2. ঝিনাইদহ ক্যাডেট কলেজ
  3. মির্জাপুর ক্যাডেট কলেজ
  4. রাজশাহী ক্যাডেট কলেজ
  5. সিলেট ক্যাডেট কলেজ
  6. রংপুর ক্যাডেট কলেজ
  7. বরিশাল ক্যাডেট কলেজ
  8. পাবনা ক্যাডেট কলেজ
  9. কুমিল্লা ক্যাডেট কলেজ

মেয়েদের ক্যাডেট কলেজ

  1. ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
  2. ফেনী গার্লস ক্যাডেট কলেজ
  3. জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষার মানবন্টন

ভর্তি পরীক্ষার লিখিত অংশের মান বন্টন নিচে দেয়া হল

ক্রমিক বিষয় মানবন্টন
০১ গণিত ১০০
০২ ইংরেজি ১০০
০৩ বাংলা ৬০
০৪ সাধারণ জ্ঞান ৪০
মোট ৩০০
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন


Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

No comments:

Post a Comment

Attention Please

| Designed by Colorlib