কিছূ কথাঃ
আমাদের দেশে উচ্চশিক্ষার এমন কিছু
শিক্ষা প্রতিষ্ঠান এবং কোর্স চালু আছে যা সম্পর্কে আমাদের অনেকেরই কোন
ধারনা নেই । বিশেষ করে যাদের সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে বা কোর্সে অধ্যযন করার সুযোগ রয়েছে । ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
বাংলাদেশ (আইবি) কর্তৃক পরিচালিত AMIE কোর্সটি সেরকম একটি কোর্স ।
AMIE কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য-(some information about AMIE)
আইইৱি - ইঞ্জিনিযাসর্র ইনস্টির্টিউশন বাংলাদশঃ
প্রথমেই আসা যাক ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলাদেশ সম্পর্কে, ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলাদেশ হচ্ছে বিএসসি ইঞ্জিনিইয়ার্রদের একটি সংগঠন ৷
কমনওয়েলথভুক্ত প্রায় সব দেশেই এ প্রতিষ্ঠান রয়েছে ৷ রাজধানী ঢাকার রমনায় ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলদেশ এর সদর দপ্তর ।
What is AMIE কোর্সঃ
ইঞ্জিনিইয়ার্র ইন্সটিটিউশন বাংলাদেশ কর্তৃক ১৯৫২ সাল থেকে পরিচালিত হয়ে আসছে AMIE (অ্যাসোসিয়েশন
মেম্বারশিপ ইন্সটিটিউশন অব ইঞ্জইনিইয়ার্র) কোর্স ৷ AMIE কোর্সটি বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় হতে প্রদত্ত ডিগ্রির সমমানের
একটি কোর্স এবং এই কোর্সটি B.Sc. Engineering ডিগ্রির সমমানের ৷ এই কোর্সে মোট চারটি বিভাগ রয়েছে - ১) সিভিল, ২)
ইলেকট্রিক্যাল ৩) মেকানিক্যাল এবং ৪) কেমিক্যাল ৷ প্রতিটি বিভাগয়েই রয়েছে মোট ২২টি বিষয় । এই ২২টি টি বিষয়
আবার ‘এ’ এবং ‘বি’ এই দুটি সেকশনে ভাগ হযেছে. ৷ অর্থাৎ সেকশন ‘এ’ এ রযেছে ১১টি বিষয় এবং সেকশন ‘বি’ ১১টি বিষয় ৷ প্রতিটি বিষয়ের পাস মার্ক ৪০ ৷ সেকশন ‘এ’ এর ১১টি বিষয় পাস করার পর সেকশন ‘বি’ তে অধ্যয়ন করা যাবে ৷ বছরে দুটি সেমিস্টার (মার্চ ও সেপটেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷ পরীক্ষার দেড় মাস পূর্বে ফর্ম ফিলাপ করতে
হয় ৷
ফর্ম
ফিলাপে যে হারে টাকা প্রদান করতে হয়- প্রতিটি বিষয়ের জন্য
৮০০ টাকা
আইডি কার্ড ১০০ টাকা (প্রথম বার), মারকশিট ২০০ টাকা, সেশন ফি ৬০০ টাকা (বছরে একবার), এক সেমিস্টাণে সরবোচ্চ
৪টি
বিষষয় পবীক্ষা দেয়া যায়
Location AMIE Bangladesh (Dhaka):
See other locations of AMIE Bangladesh
Faculties:
There are four faculties in AMIE and these are as follow-
- Mechanical Engineering
- Electrical and Electronics Engineering
- Civil Engineering
- Chemical Engineering
AMIE কোর্সে ভর্তির নিয়মাবলীঃ
এই কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা যে কোন
স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস অথবা বিজ্ঞান
বিভাগে এইচএসসি পাশসহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মেম্বারভুক্ত যে কোন
ইঞ্জিনিয়ারিং ফার্মে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । বছরে দুবার (ফেব্রুয়ারী এবং আগষ্ট)
কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয় । ৩০০ টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
বাংলাদেশ, রমনা ঢাকা-১০০০ এই ঠিকানা থেকে ভর্ভি ফরম সংগ্রহ করতে হবে । এছাড়া অন্যান্য ফি ৩২০০ টাকা । ভর্তি হওয়ার
এক বছর পর থেকে পরীক্ষায় অংশগ্রহন করা যাবে ।
এছাড়া AMIE এর আরো তিনটি শাখা কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে রয়েছে । এসব কেন্দ্রে ভর্তির ইনফরমেশন সামান্য ভিন্ন হতে পারে । ভর্তির ইনফরমেশন পরিবর্তনের দরুন কোনো প্রকার ভুল ব্যাবস্থা গ্রহণের জন্য এ site বা এ site এর সাথে জড়িত কেউ দায়ী নয়। আরো update জানতে ফেসবুক গ্রুপ AMIE Help Center এ কানেক্টেড থাকুন ।
এছাড়া AMIE এর আরো তিনটি শাখা কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে রয়েছে । এসব কেন্দ্রে ভর্তির ইনফরমেশন সামান্য ভিন্ন হতে পারে । ভর্তির ইনফরমেশন পরিবর্তনের দরুন কোনো প্রকার ভুল ব্যাবস্থা গ্রহণের জন্য এ site বা এ site এর সাথে জড়িত কেউ দায়ী নয়। আরো update জানতে ফেসবুক গ্রুপ AMIE Help Center এ কানেক্টেড থাকুন ।
এছাড়া ভর্তির নিয়ম সম্পর্কে অারো জানতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের এএমআইই প্রকৌশলী অথবা admission process in amie লিংকে যেতে পারেন।
কোর্স সম্পর্কে আরও জানতে চাইলে আইইবি তে ৫০ টাকার
বিনিময়ে কোর্সের একটি সিলেবাস সংগ্রহ করে
বিস্তাবিত পড়লেই জানতে পারবেন । এছাড়া এর একটি pdf ফাইল amiebdedu.blogspot.com থেকে ডাউনলোড করতে পারবেন।
amie থেকে pass করলে কি ডুয়েট থেকে এমএসছি কোর জবে ?
ReplyDeleteBUET,DUET সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে Msc করার সুযোগ আছে?
ReplyDeletea6e
Deleteআমি ১৫ সালে এইএসসি পাশ করেছি! আমি কি amie ভতি হতে পারবো.?
ReplyDeleteদয়া করে জানালে উপকৃত হতাম!
parben
Delete২০১৪ তে যারা ভর্তি হইছে তাদের রেজিস্ট্রেশন কত বছর
ReplyDeleteযারা কম্পিউটারে ডিপ্লোমা তারা কোন বিষয়ে amie করবে দয়া করে জানাবেন
ReplyDeleteEEE ty bsc korly valo hoby asa kori.
Deletetelecommunication department nai ki aikhane
ReplyDeleteIf telecommunication have pls write in the comments box....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআমি ১৫ সালে ডিপ্লোমা পাশ করেছি! আমার ভর্তি হতে কত সিজিপিএ লাগবে?
ReplyDeleteদয়া করে জানালে উপকৃত হতাম!
Ami CSE thake diploma korci....amar Copa 3.54 ami ki a m I e korte parbo..... Ebong kivabe korbo janale upokrito hotam
ReplyDeleteআমি ২০১৯ এ এইচএসসি পরীক্ষা দিয়েছি
ReplyDeleteআমি কি কোর্স টি করতে পারবো
জানালে খুব ভাল হত
এখন পারবেন না তবে আগামী দুই বছর যদি কোন আইবি স্বীকৃত ইঞ্জিনিয়ার এর অধীনে চাকরি করেন তাহলে তখন পারবেন.
DeleteAmi pass koreci 14 te...Ami ki parbo admission nite...
Deleteekhane ki computer science nai
ReplyDeletenai
DeleteFebruary 2020,,, addmission suru hoyece???
ReplyDeleteAmi 2017 a diploma complete Koreci.electronics dep. take. Akon amie take eee Karte Parbo Ki?
ReplyDeleteresult 3.0 ba tar upore thakle parben.
Deleteআমার ডিপ্লোমাতে সেমিস্টারে একটা রেফাট আছে আমি কি AMIE ভর্তি হতে পারবো?
ReplyDeleteআমার ডিপ্লোমা তে সেমিস্টারে ১ টা রেফাট আছে, আমি কি amie তে ভর্তি হতে পারবো।
ReplyDeleteNo. You must complete your course first then your are permitted to do so.
Deletekon kon department ase
ReplyDeleteKobe formfillup korte hobe 2021 e, per subject koto to, r sob miliye koto tk porbe.
ReplyDelete2021, kobe vorti hote parbo
computer a diploma kora students ra ki admit hote parbe??... jehetu computer nei sehetu ki eee te bsc kora jabe??
ReplyDeleteআসসালামুয়ালাইকুম,
ReplyDeleteভর্তি হওয়ার জন্য সকল কাইটেরিয়া আমার মিলেছে।
#নিয়মিত ক্লাস ও পড়াশোনা চালিয়ে গেলে কোর্স শেষ হতে কত দিন সময় লাগবে? যদি সব বিসয়ে পাশ করি।
#বছরে সর্বমোট কত টাকা খরচ হবে?
AMIE Thaka pass kore Buet/Duet/Kuet/Ruet MSC korte parbo kina.reply me
ReplyDelete