Study and scholarship help center

  1. বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (মেঃওঃ): ২৫,৫১৪*
  2. সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন (মেঃওঃ): ১৩,৭৯২ (২৭ এপ্রিল ২০২১)
  3. গ্রাহক সংখ্যা: ৪ কোটি ২১ লক্ষ
  4. মোট সঞ্চালন লাইন (সা.কি.মি.): ১৩,২১৩
  5. গ্রিড সাব-ষ্টেশন ক্ষমতা (এমভিএ): ৫৫,৩০৭
  6. বিতরণ লাইন (কি.মি.): ৬ লক্ষ ২১ হাজার
  7. বিতরণ লস: ৮.৪৮% (জুন ২০২১)
  8. মাথাপিছু উৎপাদন (কিঃওঃআঃ): ৫৬০
  9. বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী: ১০০%
  10. প্রি-পেইড মিটারস্থাপন: ৪৬ লক্ষ ৭৭ হাজার ৬৫৮
  11. সোলার হোম সিস্টেম: ৬০ লক্ষ
  12. *ক্যাপটিভ সহ ও নবায়নযোগ্য জ্বালানি সহ

এক নজরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রঃ

১। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের(১৩২০ মে.ও) উদ্ভোদন করেন  কে এবং কত তারিখে?

উঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের ২১ মার্চ।

২। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্ভোদন উপলক্ষে কতটি পায়রা উড়ানো হয়?

উঃ ১৩২০ টি।

৩। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?

উঃ পটুয়াখালির কলাপাড়ায়।

৪। পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে কয়টি অংশ?

উঃ ২ টি অংশ।

৫। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে মোট কয়টি ইউনিট?

উঃ ৪ টি। (প্রতি অংশে ২ টি করে)

৬। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা কত?

উঃ ৬৬০ মেগাওয়াট। (মোট ১৩২০ মে.ও প্রথম অংশে)

৭। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম অংশ (১ম ও ২য় ইউনিট) উৎপাদন শুরু করে কবে?

উঃ ১ম ইউনিট - ২০২০ সালের ১৫ মে( ৬৬০ মে.ও)

২য় ইউনিট - ২০২০ সালের ৮ ডিসেম্বর। (৬৬০ মে.ও)

৮। বাংলাদেশ আলট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করে কত সালে?

উঃ ২০২০ সালে।

৯। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের কত তম?

উঃ ১৩তম দেশ। (এশিয়ায় সপ্তম এবং দক্ষিণ এশিয়ায় ২য়)

১০। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কাচাঁমাল (কয়লা) কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে?

উঃ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া

১১। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের মালিকানায় কারা আছেন?

উঃ যৌথভাবে রয়েছে বাংলাদেশ ও চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসিএল)।

বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডাব্লিউপিজিসিএল) ও চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান অংশীদারে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

১২। পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে ব্যয় কত?

উঃ প্রায় ২০ হাজার কোটি টাকা।

১৩। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২য় অংশ কবে উৎপাদন যাবে?

উঃ সম্ভাব্য ২০২৪ সালে।

No comments:

Post a Comment

Attention Please

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts
| Designed by Colorlib