রমজানের একমাস এবং শাওয়াল মাসের ছয়টি রোজা পালনের মাধ্যমে মুসলিম উম্মাহ সারা বছর রোজা পালনের সাওয়াব পেয়ে থাকেন। শাওয়াল মাসের প্রথম দিন হচ্ছে ঈদুল ফিতর। এই দিন ছাড়া বাকি সকল দিন রোজা রাখা যায়। নিচে শাওয়াল মাসের রোজার ইফতার ও সেহরির সময়সূচী দেয়া হলো। ( এখানে উল্লেখ্য সেহরি ও ইফতার সময় ঢাকার সময়সূচি অনুযায়ী দেয়া হয়েছে। স্থানীয় সময় নির্নয়ের জন্য নিচে উল্লেখ্য সময় যোগ বা বিয়োগ করতে হবে। )
রোজা ও নামাজ এর 12 মাসের পার্মানেন্ট ক্যালেন্ডার দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
মাস | সেহরির সময় ঘন্টাঃমিনিট | ইফতার সময় ঘন্টাঃমিনিট |
|
---|---|---|---|
মে/ জুন | শাওয়াল | ||
০৩ - ০৫ | ০১ - ০৩ | ৩ঃ৫৯ | ৬ঃ৩১ |
০৬ - ১১ | ০৪ - ০৯ | ৩ঃ৫৩ | ৬ঃ৩৩ |
১২ - ১৭ | ১০ - ১৫ | ৩ঃ৪৯ | ৬ঃ৩৬ |
১৮ - ২৩ | ১৬ - ২১ | ৩ঃ৫২ | ৬ঃ৩৯ |
২৪ - ২৯ | ২২ - ২৭ | ৩ঃ৪২ | ৬ঃ৪২ |
৩০ | ২৮ | ৩ঃ৪০ | ৬ঃ৪৫ |
০১ - ০৫ | ২৯-৩০, ১-৩ | ৩ঃ৩৯ | ৬ঃ৪৬ |
ঢাকার সময়ের সাথে বাড়াতে হবে | ||
---|---|---|
জেলার নাম | সাহরী | ইফতার |
গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠী, বরগুনা | ১ মিনিট | ১ মিনিট |
ময়মনসিংহ, টাঙ্গাইল, বাগেরহাট, জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ | ২ মিনিট | ২ মিনিট |
ফরিদপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইল, খুলনা | ৩ মিনিট | ৩ মিনিট |
মাগুড়া, রাজবাড়ী, পাবনা | ৪ মিনিট | ৪ মিনিট |
সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রংপুর, ঝিনাইদহ, নিলফামারী চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, গাইবান্ধা | ৬ মিনিট | ৬ মিনিট |
রাজশাহী, বগুড়া, মেহেরপুর, লালমনির হাট | ৭ মিনিট | ৭ মিনিট |
চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর | ৮ মিনিট | ৮ মিনিট |
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় | ৬ মিনিট | ১১ মিনিট |
ঢাকার সময়ের সাথে কমাতে হবে | ||
---|---|---|
জেলার নাম | সাহরী | ইফতার |
নরসিংদী, নারায়নগঞ্জ, মুনশীগঞ্জ, চাঁদপুর | ১ মিনিট | ১ মিনিট |
কিশোরগঞ্জ, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর | ২ মিনিট | ২ মিনিট |
নেত্রকোনা, কুমিল্লা, বি-বাড়িয়া | ৩ মিনিট | ৩ মিনিট |
নোয়াখালী, ফেনী, সুনামগঞ্জ, হবিগঞ্জ | ৪ মিনিট | ৪ মিনিট |
চট্টগ্রাম | ৫ মিনিট | ৫ মিনিট |
কক্সবাজার, সিলেট, মৌলভী বাজার | ৬ মিনিট | ৬ মিনিট |
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান | ৭ মিনিট | ৭ মিনিট |
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেয়া কিছু নির্দেশনাঃ
ক) অন্যান্য জেলার ক্ষেত্রে ঢাকার সময়ের সাথে যোগ বিয়োগের মাধ্যমে সেহরী, সুর্যোদয়, মধ্যাহ্ন, আছর ও মাগরিবের সময় নির্ধারণ করা গেলেও কিছু কিছু ক্ষেত্রে যোগ বিয়োগের পরিমাণ কিছুটা কম-বেশী হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের আছরের সময় ঢাকার সময় থেকে যোগের পরিবর্তে বিয়োগ করতে হতে পারে। (বিস্তারিত জানার জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিভাগওয়ারী “নামাযের স্থায়ী সময়সূচী” পুস্তকটি দেখা যেতে পারে)।
খ) মধ্যাহ্ন বলিতে সূর্য ঠিক মধ্য আকাশে বুঝাইবে। এই অবস্থার স্থায়িত্ব ৩(তিন) মিনিটের বেশী নয়। তবে সতর্কতা হিসেবে যোহরের জন্য লিখিত সময়ের ৬ মিনিট আগে থেকে নামায পড়বেন না।
গ) এই সময়সূচীতে ফজর, যোহর ও মাগরিবের নামাযের প্রকৃত সময়ের সাথে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ (তিন) মিনিট যোগ করা হয়েছে। এই কারণে সাহরীর শেষ সময় প্রকৃত সময়ের কমপক্ষে তিন মিনিট পূর্বে এবং ফজর নামাযের সময় সুবহে সাদিকের তিন মিনিট পর নির্ধারণ করা হয়েছে।
ঘ) ইসলামী শরীয়তে তিন সময়ে নামায পড়া নিষিদ্ধ ঘোষিত হয়েছে। প্রথমতঃ সূর্যোদয়ের জন্য উপরোল্লিখিত সময় থেকে ২৪ মিনিট পর্যন্ত, দ্বিতীয়তঃ যোহরের জন্য উপরোল্লিখিত সময়ের ৬ মিনিট আগ থেকে ৬ মিনিট ব্যাপী, তৃতীয়তঃ সূর্যাস্তের পূর্বে ২৪ মিনিট । (তবে কোন কারণে ঐদিনের আছরের নামায সময়মত আদায় করা না গেলে উক্ত সময়ের মধ্যে হলেও পড়তে হবে)।
No comments:
Post a Comment