Study and scholarship help center

স্বভাবসুলভ ভাবেই আই ই বি (The Institution of Engineers, Bangladesh - IEB) কর্তৃক পরিচালিত এ এম আই ই (Associate Member Institution of Engineer's) একটি ভিন্নধর্মী শিক্ষা ব্যবস্থা। বেশিরভাগ শিক্ষার্থীর এই শিক্ষা ব্যবস্থার প্রতি আকর্ষণ থাকার কারণ হচ্ছে এর অ্যাসোসিয়েট মেম্বারশিপ। এত আকর্ষণ থাকা সত্ত্বেও এ শিক্ষা ব্যবস্থায় ভর্তি হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যা আজ আলোচনা করবো।

প্রথম কথা হচ্ছে এ এম আই ই কোন ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় না। ফলে বরাবরের মতোই বলতে হয় এটি ইউজিসি(UGC) কর্তৃক অনুমোদিত না। তবে একথা অবশ্যই অনস্বীকার্য যে, একজন ইঞ্জিনিয়ার এর জন্য আই ই বি এর মেম্বারশিপ ইউজিসি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

প্রথাগত নিয়মে ক্লাস নেওয়ার সিস্টেম না থাকায় ধারাবাহিকভাবে পড়াশোনা করা খুব কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে অধ্যায়নরত শিক্ষার্থীরা ভুলে যান যে তারা পড়াশোনা করছেন। ফলে পরীক্ষা কাছাকাছি চলে আসলে হঠাৎ পড়াশোনায় চাপ পড়ে আর ফলাফল ভালো হয় না।

গ্রুপ স্টাডি করার অভাব এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথাগত সিস্টেমের মত কোন নিয়মিত ক্যাম্পাস বা ক্লাস  না থাকায় ছাত্র-ছাত্রীরা একে অন্যকে চিনতে পারে না। ফলে দলগতভাবে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে আই ই বি এর লাইব্রেরীকে একটি কেন্দ্রীয় লাইব্রেরী হিসেবে ব্যবহার করে এ সমস্যা দূর করা যায়।

এ এম আই ই কর্তৃক প্রদত্ত সিলেবাস অনুযায়ী ডেডিকেটেড বই না থাকায় অনেকে শর্ট সাজেশন বা নোট অনুসরণ করে। এসকল নোটের লটারির মতো জাদুকরী প্রভাব থাকলেও প্রকৃতপক্ষে এএমআইই পাসের জন্য সঠিক সিদ্ধান্ত না। তাই সিলেবাস অনুযায়ী একাধিক লেখকের বা প্রকাশনীর বই অনুসরণ করা উচিত।

এ এম আই ই তে ক্লাস নেওয়ার কোন পদ্ধতি না থাকায় আমরা অনেকেই বিভিন্ন কোচিং করে থাকি। এক্ষেত্রে আমরা মনে করি কোচিংয়ে যা করানো/পড়ানো হয় তার পরেই হয়তো  পাস বা ভালো রেজাল্ট করা যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যদি কোন ভার্সিটিতে পড়তাম আর সেখানে যদি নিয়মিত ক্লাস করতাম তাহলে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার শুধু প্রথাগত ক্লাস করতে হতো। এক্ষেত্রে কোন কোচিং কি এর অভাব পূরণ করতে পারবে? তাই এই ঘাটতি পূরণ করতে হলে নিজেকে আরও বেশি মনোযোগী হতে হবে ও পড়াশোনা করতে হবে।

এএমআইই থেকে ভালো রেজাল্ট নিয়ে পাস করার জন্য কোন কোচিং করার দরকার নেই। তবে উপরে উল্লেখিত কয়েকটি কারণে কোচিং না করাটাও হবে বোকামি। তাই যারা শুরুতেই কোচিং বিদ্বেষী মনোভাব রাখেন তাদের প্রতি আমার পরামর্শ হবে কোন না কোন কোচিং করে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখুন।

এএমআইই একটি ভিন্নধর্মী শিক্ষা ব্যবস্থা। এখান থেকে পাস বা ভালো রেজাল্ট করার জন্য নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রম করা প্রয়োজন। সাপ্তাহিক গোটা তিন-চার কোচিং ক্লাস করে আর শর্ট নোট বা সাজেশন অনুসরণ করে এখান থেকে পাশ করার মনোভাব ত্যাগ করতে হবে। সঠিক সিলেবাস এবং  মূল বই অনুসরণ করার কোনো বিকল্প নেই।


No comments:

Post a Comment

Attention Please

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts
| Designed by Colorlib