Study and scholarship help center

1. diploma main certificate er photocopy
2. 8th semester er marksheet er photocopy
3. SSC certificate er photocopy
4. passport size pic 2 copy
Q.2) AMIE ভর্তি হতে ভর্তি ফি কত?
ans: ৮৫৫০ টাকা।
Q.3) AMIE ভর্তি হতে ডিপ্লোমা তে কত পয়েন্ট লাগে?
ans: GPa: 3.00
Q.3) ভর্তি ফি কোথায় জমা দিতে হবে?
ans: মার্কেন্টাইল ব্যাংকের যেকোনো শাখায়।
Q.4) কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যায়?
ans: সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল।
Q.5) AMIE তে ভর্তি হওয়ার পর transfer হওয়া যাবে?
ans: হ্যা, যেকোনো সময় transfer হওয়া যাবে center change বাবদ 1000 টাকা লাগবে
Q.6) AMIE তে regular ক্লাস হয়?
ans: কোন ক্লাস নাই, তবে ঢাকা ও চট্টগ্রাম সেন্টারে কোচিং এর ব্যবস্থা আছে বিকালে।
Q.7) পাস করা নাকি খুবই কঠিন? পাশের হার নাকি 2%? পাশ করে বের হতে কত বছর লাগবে?
ans:একটা কথা হচ্ছে যখন কেউ কোনো কাজ পারবেনা তখন সেও আপনাকে বলবে এটা সম্ভব না। মানুষের কথায় কান দেওয়া যাবে না। AMIE এর পড়ালেখা পুরোটাই নিজের মধ্যে, আপনি যদি চাকরিটা কে বেশি প্রাধান্য দেন এবং পড়ালেখা না করেন তাহলে পাশ করতে আপনার 10 বছর লাগবে। মোটামুটি রেগুলার কোচিং ক্লাস করলে এবং রেগুলার পড়ালেখা করলে পাশ করা খুবই সহজ।
(বি:দ্র: এই গ্রুপের Files সেকশনে আমার আপলোড করা AMIE bankdraft pay slip এবং এমআই ভর্তি ফরম PDF ফাইল দেওয়া আছে যার প্রয়োজন হলে ডাউনলোড করে নিবেন ধন্যবাদ)
যদি কেউ ডাউনলোড করতে না পারেন কমেন্টে ইমেইল এড্রেস দেন আমি send করার চেষ্টা করব।

2 comments:

  1. Pay slip e toh kono admission fee Likha nai toh ki vhabe kokhno

    ReplyDelete
    Replies
    1. আমাদের ফেসবুক গ্রুপ এ দেখেন। এখানে পুরুন করা ফর্মও আছে। আশাকরি উপকৃত হবেন। AMIE Help Center

      Delete

Attention Please

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts
| Designed by Colorlib