Study and scholarship help center

amie সম্পর্কে কিছু তথ্য

amie

সার্টিফিকেট বা অষ্টম পর্বের মার্কশিট লাগবে এডমিট হতে। আর ডিপ্লোমায় জি পি এ মিনিমাম 3.0 থাকতে হবে।

এ.এম.আই.ই তে বি.এস.সি. প্রোগ্রামটি আই.ই.বি. কর্তৃক পরিচালিত।

এই প্রোগ্রামটি দুটি সেকশন এ এবং বি তে বিভক্ত। এ সেকশনে 11 টি সাবজেক্ট এবং বি সেকশনে 11 টি সাবজেক্ট বিদ্যমান। সেকশন এ সম্পূর্ণ করার পর সেকশন বি এর সাবজেক্ট এর পরীক্ষা দেয়া যাবে। এডমিট হওয়ার এক বছর পর প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে, এরপর প্রতি ছয় মাস পর পর পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। প্রত্যেক পরীক্ষায় সর্বোচ্চ চারটি সাবজেক্ট এ অংশগ্রহণ করা যাবে। বলাবাহুল্য সর্বনিম্ন পরীক্ষা না দিলেও চলবে।

মোটামুটি ভাবে প্রতি সাবজেক্টের কোর্স ফি প্রায় কোচিং এই দুই থেকে আড়াই হাজার টাকা।

আর সহজ কঠিন বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে বুঝতে পারছেন তার ওপর। এটা বোঝার জন্য আপনি কিছু সিলেবাস এবং বরাবর যে ধরনের প্রশ্ন এসে থাকে মানে বোর্ড কোশ্চেন দেখতে পারেন, যা অনলাইনে পাওয়া যায়। তাহলে বুঝতে পারবেন এ.এম.আই.ই আপনার নিকট কঠিন কিনা।

সার্টিফিকেট ভ্যালু সমান। তবে প্রতিবছর এ.এম.আই.ই. থেকে খুব কম সংখ্যক ইঞ্জিনিয়ার বের হয় যার কারণে এ.এম.আই.ই. সকলের নিকট তেমন সুপরিচিত নয়। তবে এটা হয়তো জানেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এর ভ্যালু একটু আলাদা।

বছরে দুইবার এডমিশন কার্যক্রম চলে ফেব্রুয়ারি এবং আগস্ট মাস জুড়ে এডমিশন চলতে থাকে।
অ্যাডমিশন ফি- 8550
কোচিং- (অপশনাল ) 2500×22=
এক্সাম ফি- 1200×22=
অন্যান্য ফি (আনুমানিক)- 1550×6=
বাৎসরিক চাদা- 1000×4=
(সবচেয়ে কম 6 বার পরীক্ষায় অংশগ্রহণ করে কোর্স কমপ্লিট করতে পারবেন)
Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

3 comments:

  1. blogger_logo_round_35
    Replies
    1. blogger_logo_round_35

      বিভিন্ন প্রাইভেট কোচিং আছে যেখানে এএমআইই এর সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে দেখতে পারেন, অনেক অভিজ্ঞরাই আপনাকে পরামর্শ দিতে পারবে।

      Delete
  2. blogger_logo_round_35

Attention Please

| Designed by Colorlib