Study and scholarship help center

মালেশিয়া তে স্কলারশিপ পাওয়ার সুযোগ খুবই কম।  undergraduate এ কোন স্কলারশিপ নাই  বললেই চলে তবে ওয়েভার পাওয়া যায়, রেজাল্ট খুব ভালো করলে post-graduate এবং phd এর জন্য MIS এবং commonwealth এর স্কলারশিপ পাওয়া যায় । তবে সেক্ষেত্রে cgpa 3.50 or above out of 4 পেতে হবে ।

নিজের টাকা খরচ করেঃ
১০০ টির বেশি দেশের প্রায় ৫০ হাজার বিদেশী শিক্ষার্থী এখন মালয়েশিয়ায় পড়াশোনা করছে।
শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা বিদেশী শিক্ষার্থীদের জন্য ২০ টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৩৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৪টি বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা, ৫০০ টি বেসরকারী কলেজ
আন্ডার গ্র্যাজুয়েট কোর্স- ৩ থেকে ৫ বৎসর মেয়াদী
পোস্ট গ্র্যাজুয়েট কোর্স- ১ থেকে ২ বৎসর মেয়াদী
আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য ন্যূনতম ১২ বৎসরের শিক্ষা
পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ন্যূনতম ১৬ বৎসর।
IELTS আসলে ম্যানডেটরি না । IELTS ছাড়াই আডমিশন পাওয়া যায় তবে আপনাকে ইংলিশের উপর একটা কোর্স করে নিতে হবে ।সবচেয়ে বড় বিষয় হল যে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে মাথা ব্যথা করতে হবে না ।

শিক্ষার খরচঃ
মালয়েশিয়ান পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে টিউশন ফি ৮৮২১ মার্কিন ডলার থেকে ১৭৬৪২ ডলার (সর্বমোট)
মানে ৭,০৫,০০০ - ১৪,১১,০০০ টাকা।

জীবনযাত্রার ব্যয়ঃ
মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রীর জীবনযাত্রার বাৎসরিক ব্যয় ২৭০০ থেকে ৩০০০ মার্কিন ডলার(২,১৬,০০০-২,৪০,০০ টাকা)।

স্বাস্থ্য বীমাঃ
মালয়েশিয়ায় পড়তে আসা বিদেশী ছাত্রছাত্রীদের অবশ্যই পর্যাপ্ত স্বাস্থ্য ও ভ্রমন বীমা থাকতে হবে। ১০০ মার্কিন ডলার বা ৮০০০ টাকা বছরে।

কাজের সুযোগঃ
একজন শিক্ষার্থী সেমিষ্টার পরবর্তী ছুটিতে অথবা কোন ছুটিতে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করার অনুমতি পেয়ে থাকেন। রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, মিনি মার্কেট ও হোটেলগুলোতে কাজ করতে পারেন। এসব কাজ থেকে মাসিক ২৪০০০ থেকে ৪০০০০ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব।

মোট খরচঃ ৪ বছরে মোট ১৬ লক্ষ থেকে ২৪ লক্ষ টাকা । ৪ বছরে ১০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করা সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব।
মানে টাকা খরচ করে গেলেও কাজ করে অল্প টাকায় পড়া সম্ভব।
.
পড়ার বিষয়: ইঞ্জিনিয়ারিং, বিবিএ
স্কলারশিপ কিভাবে পাওয়া যাবে: বিএসসি স্কলারশিপ হাতেগোনা তাই বলে লাভ নাই। MSc scholarship এর সার্কুলার বাংলাদেশ শিক্ষা মন্ত্রানালয় এর ওয়েবসাইট এ পাওয়া যাবে।

সুবিধা: IELTS না হলেও হয়।
ব্যাংক এ ১০ লক্ষ টাকা না দেখালেও চলে
কাজ করে অল্প টাকায় পড়া যায়
সহজে যাওয়া যায়।
পড়া শেষ এ চাকুরি করা যায়।

No comments:

Post a Comment

Attention Please

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts
| Designed by Colorlib