Study and scholarship help center

ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু গুরুত্বপূর্ণ ও কমন প্রশ্নোত্তর

ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রিদের জন্য চাকরির লিখিত এবং মৌখিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ ও কমন প্রশ্ন এবং তার উত্তর নিম্নরূপ ।

১। প্রঃ একটি চোক কয়েলের সহিত সিরিজে বাতি লাগানো হয়েছে, বাতি উজ্জ্বল ভাবে জলে, বাতি ডিম জ্বলে, বাতি জ্বলে না – কি হতে পারে ?

উঃ চোক কয়েল শর্ট, চোক কয়েল স্বাভাবিক( অর্থাৎ ভালো ), চোক কয়েল কাটা।

২। প্রঃ টিউব লাইট কত ফুট লম্বা ও কত ওয়াটের হয় ?

উ : ৪’ফুট ৪০ ওয়াট এবং ২’ফুট ২০ ওয়াট সাধারনত।

৩। প্রঃ স্টার্টার ছারা টিউব লাইট জ্বালানো যায় কি ?

উঃ হাঁ যায়,পুশ বাটন সুইচ ব্যবহার করে অথবা তারে তারে সংযোগ করেই বিচ্ছিন্ন করে দিতে হয়।

৪। প্রঃ টিউব লাইট এক বার জ্বলে আবার পর মুহুর্ত্তেই নিভে এরূপ করতেছে - দোষ কোথয় ?

উঃ স্টার্টার খারাপ কাজ করতেছে না।

৫। প্রঃ টিউব লাইটের দুই দিক জ্বলে থাকে পূর্ন ভাবে জ্বলে না - কারন কি ?

উঃ টিউবের ভিতর প্রয়োজনীয় গ্যাস নাই, অথবা প্রয়োজনীয় ভোল্টেজ পাচ্ছে না, অথবা স্টার্টার সার্কিট ব্রেক করতেছে না অথবা চোক কয়েল দুর্বল হয়ে পরেছে।

৬। সুইচ অফ করা সত্বেও হোল্ডারে সাপ্লাই পাত্তয়া যায় - কেন? ।

উ :সুইচ লাইনে ব্যবহার না করে নিউট্রালে ব্যবহার করা হয়েছে অথবা সুইচের ভেতরে শর্ট ।

৭। দুই পিন সকেটের উভয় পিনে টেষ্টার জ্বলে কিন্তু বাতি জ্বলে না।

উ: নিউট্রাল পাচ্ছে না ।

৮। বাসার সকল লোড অফে থাকা সত্বেও মিটার ঘুরে।

উ : ওয়্যারিং কোথাও আর্থ পেয়ে গিয়েছে ।

৯। কলিং বেলের আওয়াজ খুব বেশী কি ভাবে কমাবে ?

উ : কম পাওয়ারের বাতি কলিং বেলের সাথে সিরেজে ব্যবহার করে।

১০। বাতির কাঁচ ভেঙ্গে গেলে ফিলামেন্ট হতে আর আলো বের হয় না কেন ?

উ: ফিলামেন্ট অক্সিজেন পায় বিধায় ইহা জ্বলে/পুরে যায় ।

১১। সান্ট ফিল্ডের কয়েল চিকন তারের অধিক প্যাঁচের এবং সিরিজ ফিল্ডের কয়েল মোটা তারের কম প্যাঁচের থাকে কেন ?

উ: কারন সান্ট ফিল্ড পূর্ণ ভোল্টেজ পায় এবং সিরিজ ফিল্ড পূর্ণ লোড কারেন্ট পায় ।

১২। একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে না- কারন কি ?

উ: (i) ফিল্ডে রেসিডিয়্যাল মেগনেটিজম নেই,
(ii) ফিল্ডের কয়েল ওপেন,
(iii) আর্মেচার কয়েল ওপেন,
(iv) কার্বন ব্রাশ-কম্যুটেটর সংযোগ নেই ।

১৩। একটি ডিসি মোটর উল্টা ঘুরতেছে কি ভাবে ঠিক করেবে?

উ: ফিল্ডের কানেকশন না অথবা আর্মেচারের কানেকশন উল্টে দিতে হবে ।

১৪। স্টার্টার মোটর র্স্টাট দেয়া ছারা আর কি কি কাজ করে?

উ: ওভার লোডে এবং সাপ্লাই চলে গেলে মোটরকে সোর্স হতে আপনা আপনি বিচ্ছিন্ন করে ।

১৫। স্টার্টারের হাতল শেষ প্রান্তে থাকে না।

উ: হোলডিং কোয়েল কাজ করে না, খারাপ।

১৬। একটি ১০ হর্স পাওয়ারের মোটর দ্বারা ১০ হর্স পাওয়ারের জেনারেটর ঘুরিয়ে তাহা হতে ১০ হর্স পাওয়ার জেনারেশন পাওয়া যাবে কি?

উ: না, কারন কখনও ইনপুট আউটপুট সমান হয় না (বিভিন্ন প্রকার লস এর কারনে) ।

১৭। ডায়নামো কি ?

উ: ডিসি জেনারেটরকে ডায়নামো বলে ।

১৮। আর্মেচার লোহার তৈরি কিন্তু কম্যুটেটর তামার তৈরির কেন ?

উ: আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর কম্যুটেটর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে।

১৯। কোন প্রকার ওয়্যাইন্ডিং কখন ব্যবহ্নত হয় ?

উ: ল্যাপ ওয়্যাইন্ডিং বেশী কারেন্টের জন্য এবং ওয়েভ ওয়্যাইন্ডিং বেশী ভোল্টেজের জন্য ব্যবহ্নত হয় ।

২০। এক ফেজ মোটরের দোষ কি ?

উ: নিজে নিজে র্স্টাট নিতে পারে না ।

২১। তিন ফেজ হতে এক ফেজ নেয়া যায় কি ?

উ: হ্যাঁ, যদি স্টার কানেকশন থাকে, তবে একটি লাইন ও নিউট্রালে এক ফেজ সাপ্লাই পাওয়া যায় ।

২২। সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারন কি?

উ: পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না অথবা ক্যাপাসিটর দুর্বল অথবা বল বিয়ারিং জ্যাম অথবা কয়েলের ইন্সুলেশন দূর্বল হয়ে গেছে ।

২৩। পাখা পূর্ণ বেগে ঘুরা সত্বেও বাতাস পাওয়া যায় না কেন ?

উ: পাখার ব্লেডের বাক কম অথবা পাখার পিছনে প্রয়োজনীয় ফাকা জায়গা নেই ।

২৪। পাখা উল্টা ঘুরে গেলে কি ভাবে ঠিক করবে ?

উ: ক্যাপাসিটর-কয়েল কানেকশন বদল করে, আথবা রানিং ও র্স্টাটিং কয়েল পরস্পর বদল করে ।

২৫। সিলিং ফ্যানের কোন দিকের বল বিয়ারিং সাধারনতঃ আগে খারাপ হয় ?

উ: উপরের বিয়ারিং খারাপ হয়।

২৬। সিলিং ফ্যান স্টার্ট দেওয়ার সংঙ্গে সংঙ্গে ইহার কানেকটিং রডে খট খট আওয়াজ হয়ে পরে আওয়াজ বন্ধ হয়ে যায় কারন কি ?

উ: ইহার রডে রাবার বুশ নেই।

২৭। কোন মোটর এসি এবং ডিসি উভয় সাপ্লাই এ চলে ?

উ: ইউনিভার্সাল মোটর (ডিসি সিরিজ মোটর) ।

২৮। তিন ফেজ মোটর উল্টা ঘুরতেছে, কিভাবে ঠিক করবে ?

উ: যে কোন দুই ফেজের তার এর সংযোগ বদল করে ।

২৯। তিন ফেজ ১০ ঘোড়া ইন্ডাকশন মোটর ফুল লোডে কত কারেন্ট নিবে ?

উ: ১৫ এম্পিয়ার (প্রতি ঘোড়া ১.৫ এম্পিয়ার হিসাবে)।

৩০। তিন ফেজ মোটর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট নেয় না গোঁ গোঁ শব্দ করে।

উ: (১) তিন ফেজের - কোন এক ফেজে সাপ্লাই নেই

(২) মেইন সুইচে কোন ফেজের ফিউজ নেই

(৩) মোটরের তিন ফেজ ওয়াইন্ডিং এর কোন ফেজ কাটা, সাপ্লাই পাচ্ছে না

(৪) বল বিয়ারিং খুব জ্যাম

(৫) মোটরের স্যাপ্ট বাঁকা হয়ে গিয়েছে।

৩১। চলন্ত অবস্থায় তিন ফেজ মোটরের এক ফেজ চলে গেলে কি হবে ?

উ : যদি লোড বিহীন অবস্থায় থাকে তবে মোটর ঘুরতে থাকবে কিন্তু গরম হয়ে যাবে এবং ভিন্ন রকম আওয়াজ করবে। আর যদি লোডেড অবস্থায় থাকে , তবে মোটর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি মেইন সুইচ অফ করে দেওয়া না হয়, তবে মোটর জ্বলে যাবে।

৩২। তিন ফেজ ২০ ঘোড়া মোটরের জন্য ক্রয়কৃত স্টার ডেল্টা স্টার্টার ১০ ঘোড়া তিন ফেজ মোটরের ব্যবহার করা যাবে কি ?

উ : হ্যাঁ, যাবে তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে।

৩৩। স্টার ডেল্টা স্টার্টারের ম্যাগনেটিক কয়েল কত ভোল্টেজ সাপ্লাই পায় ?

উ : সরাসরি ৪০০ ভোল্ট সাপ্লাই পায়। (লাইন টু লাইন)

৩৪। একটি তিন ফেজ মোটরের বডিতে টেস্ট বাতির এক মাথা সংযোগ করে অন্য মাথা সাপ্লাই এর সাথে সংযোগ করলে বাতি পূর্ণ ভাবে জ্বলে, ইহাতে কি বুঝা যায় ?

উ : মোটরের বডি ভাল ভাবে আর্থ করা হয়েছে।

৩৫। ইন্সুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্ত্রের নাম কি ?

উ : মেগার দ্বারা ।

৩৬। আর্থ রেজিস্ট্যান্স কি ভাবে মাপা হয় ?

উ : মেগার আর্থ টেস্টারের সাহায্যে অথবা মোটামুটি ভাবে একটি ১০০ ওয়াটের বাতি আর্থ তার লাইনের মধ্যে সংযোগ করার পর যদি উজ্জ্বল ভাবে জ্বলে , তাহলে আর্থিং ভাল আছে।

৩৭। আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া বান্ছনীয় ?

উ : বাসাবাড়ীর জন্য বেশীর পক্ষে ৫ ওহম এবং সাব স্টেশন ও পাওয়ার লাইনের জন্য বেশীর পক্ষে ১ ওহম হওয়া দরকার।

৩৮। কোন ট্রান্সফরমারের কেবল মাত্র একটি কয়েল থাকে ?

উ : অটো ট্রান্সফরমার ।

৩৯। এক ফেজ ট্রান্সফরমার দ্বারা তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি ?

উ : হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে।

৪০। ট্রান্সফরমার হামিং কি ?

উ : ট্রান্সফরমারের কোর এবং কয়েল কানেকশন যদি মজবুত ভাবে না করা থাকে, লুজ কানেকশন থাকে তাহলে ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে এবং এক প্রকার আওয়াজ হয়, তাহাই হামিং।

৪১। ট্রান্সফরমার গরম হওয়ার কারন কি ?

উ : (১) ওভার লোড হওয়ার জন্য হতে পারে

(২) ইন্সুলেশন দুর্বল হয়ে গেলে

(৩) কোথাও আর্থ হয়ে গেলে

(৪) ওভার ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য।

৪২। সিলিকা জেলের স্বাভাবিক রং কি রূপ থাকে ?

উ : ভাল অবস্থায় ধব ধবে সাদা, কিন্তু জলীয় বাস্প গ্রহন করলে কিছুটা বাদামী রং এর হয়ে যায়,আবার উত্তাপ দিলে ইহা সাদা হয়ে যায়।

৪৩। ট্রান্সফরমার তৈলের কাজ কি ?

উ : (i) ইন্সুলেশনের কাজ করে
(ii) ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সাহায্যে করে।

৪৪। ব্রিদার কি ?

উ : ইহা ট্রান্সফরমারের কনজার্ভেটরের সহিত লাগানো থাকে,  (তাপমাত্রা পরিবর্তনের কারনে ট্রান্সফরমার অয়েল এর আয়তন পরিবর্তনের সাথে ভারসাম্য বজায় রাখতে ) যার মাধ্যমে বাতাস জাতায়াত করে ।

৪৫। বুকল্স রিলে কি ?

উ : ইহা এক প্রকার রিলে যা ট্রান্সফরমারের ট্যাংক ও কনজার্ভেটরের সংযোগকারী পাইপের মধ্যে বসানো থাকে এবং ট্রান্সফরমারের ভিতরে ত্রুটি দেখা দিলে সর্তক ঘন্টা বাজিয়ে থাকে ।

৪৬। গার্ড ওয়্যার কি ?

উ : ট্রান্সমিশন লাইনের নীচে ব্যবহ্নত তার, যা আর্থের সাথে সংযুক্ত থাকে।

৪৭। ব্যাটারীর সলিউশন তৈরির সময় এসিড পানিতে না পানি এসিডে মিশাতে হয় ?

উ : এসিড পানিতে মিশাতে হয় ।

৪৮। জাম্পার কি ?

উ : মেইন লাইন হতে বাসা বাড়ীতে সাপ্লাই লাইনের সংযোগ রক্ষাকারী তার ।

৪৯। ডেম্পার ওয়্যাইন্ডিং কি ?

উ : সিনক্রোনাস মোটরকে র্স্টাট দেওয়ার জন্য এর পোলের উপর মোটা তারের ওয়্যাইন্ডিং দেওয়া হয় এবং এটি অল্টারনেটরে ও ব্যবহ্নত হয় - হান্টিং কমানোর জন্য।

৫০। সি.বি কি ?

উ : সার্কিট ব্রেকার যাহা ক্রটি পূর্ণ লাইনকে আপনা আপনি র্সোস হতে বিচ্ছিন্ন করে।

৫১। এ.সি কে ডি.সি এবং ডি.সি কে এ.সি কি ভাবে করা হয় ?

উ : এ.সি কে ডি.সি করা হয় রেকটিফায়ার ও রোটারী কনভার্টার দ্বারা এবং ডি.সি কে এ.সি করা হয় ইনভার্টার দ্বারা।
Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

No comments:

Post a Comment

Attention Please

| Designed by Colorlib